পোস্ট বক্স চালু এলাকায় পোস্ট বক্স ভাড়া দেওয়া হয়। ব্যাক্তিগত বক্সের নির্দিষ্ট নম্বর থাকে যা সাথে যুক্ত থাকে। এর মধ্যে পূর্বে মাশুল প্রদত্ত অরেজিস্ট্রিকৃত চিঠিপত্র, পোস্ট কার্ড, খবরের কাগজ, প্যাকেট এবং সংবাদপত্রসমূহ, রশিদ ইত্যাদি ভাড়া গ্রহণকারীর জন্য রাখা হয়। বহনের জন্য ভাড়া গ্রহণকারী নিজে অথবা বাহক কর্তৃক ডাকঘর হতে গ্রহণ করতে পারেন। পোস্ট বক্স তালা চাবিযুক্ত থাকবে এবং দুইটি চাবিসহ যা ডাকঘর প্রদান করবে না। বাৎসরিক ১৫০ টাকা ভাড়া এবং বৎসরের নীচে ত্রৈমাসিক বা অংশের জন্য ভাড়া ১০০ টাকা । খুলনা জিপিও এবং খুলনা সিটি প্রধান ডাকঘর হতে পোস্ট বক্স ভাড়া নেয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস