খুলনা জিপিও তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম  “ডাক সেবার আধুনিকায়ন, গ্রাম-শহরের সম্মিলন” *  “পোস্ট অফিসে আসুন,  ট্রাকিং/ট্রেসিং ও এসএমএস সুবিাধাসহ  ডিজিটাল ডাক সেবা গ্রহণ করুন”  * দ্রুততম ও সাশ্রয়ী মূল্যে দেশের অভ্যন্তরে চিঠিপত্র ও ডকুমেন্টস প্রেরণ করতে জিইপি সেবা গ্রহণ করুন” * “দ্রুত পার্সেল বিলির জন্য স্পিড পোস্ট সেবা গ্রহণ করুন *  “সাশ্রয়ী মূল্যে বিশ্বের বিভিন্ন দেশে চিঠি এবং পার্সেল প্রেরণ করতে EMS সেবা গ্রহণ করুন”  * “ঘরে বসে অনলাইনে নির্ধারিত মূল্যে পোস্ট বক্স ভাড়া নিন” * “ডাক জীবন বীমা একমাত্র রাষ্ট্রীয় বীমা, প্রিমিয়াম কম, আয়কর রিবেট পাওয়া যায়” খুলনা জিপিও, খুলনা-৯০০০।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পোস্ট বক্স ভাড়া

পোস্ট বক্স চালু এলাকায় পোস্ট বক্স ভাড়া দেওয়া হয়। ব্যাক্তিগত বক্সের নির্দিষ্ট নম্বর থাকে যা সাথে যুক্ত থাকে। এর মধ্যে পূর্বে মাশুল প্রদত্ত অরেজিস্ট্রিকৃত চিঠিপত্র, পোস্ট কার্ড, খবরের কাগজ, প্যাকেট এবং সংবাদপত্রসমূহ, রশিদ ইত্যাদি ভাড়া গ্রহণকারীর জন্য রাখা হয়। বহনের জন্য ভাড়া গ্রহণকারী নিজে অথবা বাহক কর্তৃক ডাকঘর হতে গ্রহণ করতে পারেন। পোস্ট বক্স তালা চাবিযুক্ত থাকবে এবং দুইটি চাবিসহ যা ডাকঘর প্রদান করবে না। বাৎসরিক ১৫০ টাকা ভাড়া এবং বৎসরের নীচে ত্রৈমাসিক বা অংশের জন্য ভাড়া ১০০ টাকা । খুলনা জিপিও এবং খুলনা সিটি প্রধান ডাকঘর হতে পোস্ট বক্স ভাড়া নেয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।

লিংক : https://postbox.khulnagpo.com/