বাংলাদেশ ডাক বিভাগের ৪ টি জিপিও এর মধ্যে একটি খুলনা জিপিও । খুলনা বিভাগীয় শহরের বয়রাতে অবস্থিত বর্তমান জিপিও ভবনটি ১৯৮৩ সালে এর কার্যক্রম শুরু করে। এর পূর্বে খুলনা ডিসি অফিসের সম্মুখবর্তি বর্তমান সিটি প্রধান ডাকঘরে এর কার্যক্রম চলমান ছিল। খুলনা জিপিও এর অধীনে ১ টি প্রধান ডাকঘর এবং ১ টি উপজেলা ডাকঘরসহ শহরস্থ ৩৯ ট উপ-ডাকঘর রয়েছে। খুলনা জিপিও এর অফিস প্রধান ৬ষ্ঠ গ্রেডভুক্ত একজন কর্মকর্তা।
চিঠি , পার্সেল , সাধারণ মানি অর্ডার এর পাশাপাশি খুলনা জিপিও তে সঞ্চয় ব্যাংক , সঞ্চয়পত্র, স্ট্যাম্পস, প্রাইজ বন্ড , ডাক জীবন বিমা, ইএমটিএস, পোস্টাল ক্যাশ কার্ড ইত্যাদিসহ ডাক বিভাগের অন্যান্য সকল প্রকারের সেবা প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS