পোস্ট বাক্স চালু এলাকায় পোস্ট ব্যাগ ভাড়া দেওয়া হয়। ব্যাক্তিগত ব্যাগের নির্দিষ্ট নাম্বার থাকে যাহা সংগে যুক্ত থাকে। ইহার মধ্যে পূর্বে মাশুল প্রদত্ত অরেজিস্ট্রিকৃত চিঠিপত্র, পোস্ট কার্ড, খবরের কাগজ, প্যাকেট এবং সংবাদ সমূহ, রশিদ ভাড়া গ্রহণকারীর জন্য রাখা হয়। বহনের জন্য ভাড়া গ্রহণকারী নিজে অথবা বাহক কর্তৃক ডাকঘর হতে গ্রহণ করতে পারেন। ব্যাগে তালা চাবিযুক্ত থাকবে এবং দুইটি চাবিসহ যাহা, ডাকঘর প্রদাণ করবে না। বাৎসরিক ৩০০ টাকা ভাড়া এবং বৎসরের নীচে ত্রৈমাসিক বা অংশের জন্য ভাড়া ১০০ টাকা। পোস্ট বক্স ভাড়া নেয়ার জন্য লিংকে ক্লিক করুন । https://postbox.khulnagpo.com/
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS